যুক্তরাষ্ট্রের কেনটাকিতে স্কুলে সহপাঠীর ‍গুলিতে দুই শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের একটি স্কুলে সহপাঠীর গুলিতে দুই শিক্ষার্থী নিহত ও ১৭ জন আহত হয়েছে। রাজ্যের বেনটন শহরের মার্শাল কান্ট্রি হাই স্কুলে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কেনটাকির মার্শাল কান্ট্রি হাই স্কুল

রাজ্য পুলিশ বলেছে, হামলার সময় ঘটনাস্থলেই বেই হল্ট নামে এক ছাত্রী মারা যায়। আর হাসপাতালে নেওয়ার পর মারা যায়  প্রেস্টন কোপ নামে আরেক ছাত্র। তাদের দুজনের বয়সই ১৫ বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মঙ্গলবার ক্লাস শুরুর আগে হামলাকারী এলোপাতাড়ি গুলি চালায়।

ঘটনা তদন্তে নিয়োজিত এফবিআই কর্মকর্তারা বলেছেন, হামলাকারীর বিরুদ্ধে হত্যা ও হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হবে। তারা আরও বলেন, হামলায় নিহতরাসহ ১৪ জন গুলিবিদ্ধ হন। আর গুলি থেকে বাঁচতে পালানোর সময় আরও ৫ শিক্ষার্থী আহত হন।

বেনটন শহরের গভর্নর ম্যাট বেভিন ঘটনাটিকে ‘ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা’ হিসেবে উল্লেখ করে টুইট করেছেন। এ ঘটনায় স্কুলটির আশেপাশের বিভিন্ন গীর্জা ও স্কুলে হতাহতদের জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে। আর বুধবার স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে।