‘জঙ্গিমুক্ত’ হলো সেভ দ্য চিলড্রেনের আফগান কার্যালয়, নিহত ২

তিন ঘণ্টারও বেশি সময় ধরে অভিযানের পর অবশেষে জালালাবাদে আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদানকারী সংগঠন সেভ দ্য চিলড্রেন-এর কার্যালয়টিকে ‘জঙ্গিমুক্ত’ বলে দাবি করেছে আফগান নিরাপত্তা বাহিনী। হামলায় এখন পর্যন্ত ২ জন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুই হামলাকারীও নিহত হয়েছে বলে জানা গেছে, তবে তা নিশ্চিত হওয়া যায়নি। এরইমধ্যে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে।

ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী
বুধবার (২৪ জানুয়ারি) সকালে জালালাবাদে সেভ দ্য চিলড্রেনের কার্যালয়ের সামনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের পর বন্দুকধারীরা ভবনে ঢুকে পড়ে। জালালাবাদের প্রাদেশিক সরকারের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি জানান, ‘বুধবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে একজন আত্মঘাতী জালালাবাদ শহরে সেভ দ্য চিলড্রেনের কার্যালয়ের প্রবেশ পথে গাড়িবোমা বিস্ফোরণ করে। এরপর এক দল সশস্ত্র ব্যক্তি ভবনে প্রবেশ করে।’ পরে নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তিন ঘণ্টার লড়াই শেষে জালালাবাদ কর্তৃপক্ষ জানায়, ভবনটি এখন হামলাকারীর নিয়ন্ত্রণমুক্ত। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জালালাবাদের প্রাদেশিক সরকারের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি বলেন, ‘লড়াইয়ের অবসান হয়েছে। নিরাপত্তা বাহিনী এখন ভবনটি পরিষ্কার করছে।'

হামলার খবরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা
প্রাথমিক তথ্যের ভিত্তিতে খোগিয়ানি জানান, হামলাকারীরা সামরিক পোশাকে প্রবেশ করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিবিসি নিহতের সংখ্যা ২ জন বলে উল্লেখ করলেও ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান নিহতের সংখ্যা ১ বলে জানিয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, হামলায় এক আফগান সেনাও নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলায় যে বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন তিনি সেভ দ্য চিলড্রেনের কর্মী ছিলেন কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জালালাবাদে বোমা হামলা
হামলার সময় ভবনের ভেতরেই অবস্থান করছিলেন মোহাম্মদ আমিন। হাসপাতালের বিছানায় শুয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে আমিন জানান, তিনি একটি ‘বড় বিস্ফোরণের’ শব্দ শুনতে পেয়েছেন। আমিন বলেন,‘প্রাণে বাঁচার জন্য আমরা দৌড়ালাম এবং দেখলাম এক বন্দুকধারী ভবনে প্রবেশ করার জন্য প্রধান ফটকে আরপিজি (রকেট প্রপেলড গ্রেনেড) ছুড়ছে। আমি জানালা দিয়ে লাফিয়ে পড়লাম।’

কাবুলে বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তালেবান হামলায় ২২ জন নিহত হওয়ার পর জালালাবাদে এ হামলা হলো।