লাতিন আমেরিকার দেশগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য অসম্মানজনক: চীন

লাতিন আমেরিকার দেশগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সমালোচনা করেছে চীন। বেইজিং বলছে, এ অঞ্চলের দেশগুলোকে অসম্মান করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বক্তব্য সত্যের অপলাপ এবং এর মাধ্যমে লাতিন আমেরিকান দেশগুলোর প্রতি অসম্মান করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। 

nonameএর আগে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ওপর অত্যধিক নির্ভরতার ব্যাপারে লাতিন আমেরিকার দেশগুলোকে সতর্ক করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তার ওই মন্তব্যের জেরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া জানানো হলো।

মেক্সিকো, আর্জেন্টিনা, পেরু, কলাম্বিয়া ও জ্যামাইকার পথে সিরিজ সফরের প্রাক্কালে চীনের ব্যাপারে লাতিন আমেরিকান দেশগুলোর প্রতি ওই সতর্কবাণী উচ্চারণ করেন টিলারসন। তিনি অভিযোগ করেন, এ অঞ্চলের দেশগুলোকে নিজ কক্ষপথে টানতে চীন তার আর্থিক নীতি ব্যবহার করছে। এর মধ্য দিয়ে তারা লাতিন আমেরিকায় নিজেদের একটি দৃঢ় অবস্থান তৈরি করেছে।

শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চীন ও লাতিন আমেরিকার মধ্যে সহযোগিতার ভিত্তি হচ্ছে উভয় পক্ষের সাধারণ স্বার্থ এবং পারস্পরিক চাহিদা। সমতা, পারস্পরিকতা, অকপটতা এবং অন্তর্ভুক্তির মতো বিষয়গুলো এই এই সহযোগিতার ভিত্তিস্বরূপ।

বিবৃতিতে বলা হয়, লাতিন আমেরিকান পণ্যসামগ্রীর শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ক্রেতা চীন। এই অঞ্চলের দেশগুলো থেকে বেইজিং উল্লেখযোগ্য পরিমাণ কৃষি সামগ্রী আমদানি করে। এখানে চীনের বিনিয়োগ এবং আর্থিক সহযোগিতার ক্ষেত্রে বাণিজ্যিক নিয়ম এবং স্থানীয় আইন ও প্রবিধান পুরোপুরি মেনে চলা হয়।