চালকবিহীন গাড়ি নিয়ে মুখোমুখি উবার-গুগল

মুখোমুখি অবস্থান নিয়েছে চালকবিহীন গাড়ি তৈরির দুই বৃহৎ প্রতিষ্ঠান উবার ও গুগল। সোমবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো’র একটি আদালতে দুই প্রতিষ্ঠানের পরস্পরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। 

noname২০১৭ সালের ফেব্রুয়ারিতে বাণিজ্যিক গোপন তথ্যপ্রযুক্তি চুরির দায়ে উবারের বিরুদ্ধে মামলা করে গুগলের স্বয়ংক্রিয় গাড়ি তৈরির প্রতিষ্ঠান ওয়েইমো। আলাদা করে উবারের স্বয়ংক্রিয় গাড়ি তৈরির প্রতিষ্ঠান ওটোর বিরুদ্ধেও মামলা করে তারা।

লেজারভিত্তিক রাডার সিস্টেম 'লিডার'-এর মেধাস্বত্ব সম্পদ চুরির অভিযোগও রয়েছে উবারের বিরুদ্ধে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন ব্যয়বহুল আইনি বিরোধ অবশ্য নতুন কিছু নয়। আগামী তিন সপ্তাহ বা তারও বেশি সময় ধরে আদালতে উবার-গুগলের এ লড়াই চলবে বলে প্রতীয়মান হচ্ছে।