মস্কোতে শতাব্দীর সবচেয়ে ভারী তুষারপাত

 

রাশিয়ার রাজধানী মস্কোতে গত ১০০ বছরের মধ্যে ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে। শহরের রাস্তাগুলো পরিষ্কার করতে কর্মীদের বেগ পেতে হচ্ছে। বন্ধ ঘোষণা করা হয়েছে মস্কোর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ টাইমস এ খবর জানিয়েছে।

ad9e2acae83d0322ae5f23e80658217fd98b0163

মস্কোর কর্মকর্তারা সতর্কতা জানিয়ে বলেছেন, সোমবার রাতে সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে । আর সেখানে প্রায় ২০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের আশঙ্কা রয়েছে।

মস্কোর মেয়র সার্জেই সোবিয়ানিন সাংবাদিকদের বলেন, এটাকে বলা হচ্ছে শতাব্দীর তুষারপাত। মস্কোতে বিশাল পরিমাণ তুষার জমেছে আর হাজার হাজার গাছ ভেঙে পড়েছে। তবে সেখানে অন্যকোনও ক্ষতি বা বিপর্যয় দেখা দেয়নি।

704936.JPG.pagespeed.ce.TnwQYMY4f7

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নগর কর্তৃপক্ষের অনুরোধের কারণে মস্কোর সড়কগুলো থেকে তুষার সরানোর কাজে সহায়তার জন্য সেনা সদস্যদের পাঠানো হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, ফেব্রুয়ারির প্রথম ৫ দিনেই মাসের গড়ের সমান তুষারপাত হয়েছে। এখন যা হচ্ছে তা অস্বাভাবিক মাত্রার তুষারপাত।  

মস্কো শহরের একটি আবহাওয়া স্টেশনে ৫৫ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে। তোকিনোভা নামে ওই স্টেশন কর্মকর্তাদের দাবি এটা মস্কোতে যেকোনও সময়ের চেয়ে ভারী তুষারপাতের ঘটনা।

220185173226505405374  

স্বাভাবিকভাবে রাশিয়ার তাপমাত্রা খুব কমে গেলে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়।  যেমন সাইবেরিয়ান ক্রাসনোইয়ার্স্কে তাপমাত্রা মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে স্কুলগুলো বন্ধ করা হয়।

এদিকে মস্কোর গাড়ি চালকদের জরুরি প্রয়োজন ব্যতীত গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। তাদের প্রয়োজন পড়লে গণপরিবহণ ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।