ব্রেক্সিটে রুশ হস্তক্ষেপের প্রমাণ পায়নি ইউটিউব

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট ইস্যুতে অনুষ্ঠিত গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের কোনও প্রমাণ পায়নি ইউটিউব। প্রতিষ্ঠানটির একজন সিনিয়র নির্বাহী ব্রিটিশ পার্লামেন্টারি কমিটির এক তদন্তে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

nonameব্রেক্সিট ইস্যুতে ২০১৬ সালে অনুষ্ঠিত গণভোটে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে যুক্তরাজ্যের ডিজিটাল, মিডিয়া, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক কমিটি। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে এই সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। ইউটিউবের পক্ষ থেকে এতে অংশ নেন প্রতিষ্ঠানটির পাবলিক পলিসি বিষয়ক প্রধান জুনিপার ডাউনস।

জুনিপার ডাউনস বলেন, ‘ব্রেক্সিট ইস্যুতে অনুষ্ঠিত গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের কোনও প্রমাণ পাওয়া যায়নি।’

উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত ওই গণভোটে রাশিয়া প্রভাব বিস্তার করেছিল বলে মনে করেন অনেক বিশ্লেষক। ইউটিউব, ফেসবুক ও টুইটারের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রাশিয়া যুক্তরাজ্যে ইইউ বিরোধী মনোভাব উসকে দিয়েছে বলে মনে করেন অনেকে। তাদের মতে, গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের পক্ষে ভোটারদের রায়ের অন্যতম কারণ ছিল রাশিয়ার এমন প্রপাগান্ডা।

২০১৭ সালের এপ্রিলে  যুক্তরাজ্যের হাউস অব কমন্সের জনপ্রশাসন ও সাংবিধানিক সম্পর্ক বিষয়ক কমিটি জানায়, তাদের আশঙ্কা ব্রেক্সিট ইস্যুতে অনুষ্ঠিত গণভোটে রাশিয়া হস্তক্ষেপ করে থাকতে পারে।

উল্লেখ্য, ২০১৬ সালের ওই গণভোটে অংশ নিতে ভোটারদের রেজিস্ট্রেশনের শেষ সময়ের ১০০ মিনিট আগে রেজিস্ট্রেশন সংক্রান্ত ওয়েবসাইটটিতে সমস্যা দেখা দেয়। ওই ঘটনায় রুশ সংযোগের আশঙ্কা করছেন অনেকে।