আইএস-এর ‘শিরশ্ছেদ বাহিনী’র শেষ দুই সদস্যকে আটকের দাবি যুক্তরাষ্ট্রের





মার্কিন প্রতিরক্ষা দফতর-পেন্টাগন দাবি করেছে, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর (ইসলামিক স্টেট) কুখ্যাত শিরশ্ছেদ বাহিনীর শেষ দুই সদস্যকে আটক করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত জানুয়ারিতে আকেক্সান্দা আমন কোটে এবং আল শাফি আল শেখ নামের কুখ্যাত ওই দুই আইএস সদস্যকে সিরিয়ায় আটক করা হয়।
noname



আটকের খবর দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ‘দ্য বিটলস’ নামে আইএস-এর ৪ ব্রিটিশ সদস্যের এক কুখ্যাত বাহিনীর সদস্য ছিল এরা। ওই বাহিনী আইএস-এর বিভিন্ন শিরশ্ছেদের সঙ্গে জড়িত। ফরাসি বার্তা সংস্থা এএফপি পেন্টাগন সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, অন্তত ২৭ পশ্চিমা নাগরিকের শিরশ্ছেদ করেছে ওই বাহিনী। বহু মানুষকে ওই বাহিনী নিপীড়নও করেছে ।
প্রতিরক্ষা সূত্রকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, জানুয়ারিতে সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সমর্থিত বিদ্রোহী গ্রুপ সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স আকেক্সান্দা আমন কোটে ও আল শাফি আল শেখকে আটক করে।
‘দ্য বিটলস’ গঠিত হয়েছিল ৪ ব্রিটিশ আইএস সদস্যকে নিয়ে। গ্রুপের নেতা জিহাদী জন খ্যাত মোহাম্মদ ইমওয়াজি ২০১৫ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়। তুরস্কে গ্রেফতার হন অপর একজন। শেষ দুই সদস্যকে আটকের ফলে আইএস-এর ওই শিরশ্ছেদ বাহিনীটি আর রইলো না।