যুক্তরাষ্ট্রের ইয়েমেন দূতাবাসের ৩৬০ কর্মী চাকরিচ্যুত

ইয়েমেনের রাজধানীয় সানায় তিন বছর আগে বন্ধ হয়ে যাওয়া মার্কিন দূতাবাসের ৩৬০ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা সবাই ইয়েমেনের নাগরিক। ৬ ফেব্রয়ারি ইয়েমেনি কর্মীদের কাছে লেখা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সানায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

nonameচিঠিতে রাষ্ট্রদূত ম্যাথিউ লিখেছেন, মার্কিন পররাষ্ট্র দফতরের নতুন নির্দেশনায় যেসব দূতাবাস আপাতত বন্ধ রয়েছে সেগুলোর কর্মীদের আর কাজে না রাখার কথা বলা হয়েছে।

ম্যাথিউ বলেন, চাকরি শেষে নিয়ম অনুযায়ী কর্মীরা যেসব সুবিধা পান এক্ষেত্রেও তা প্রযোজ্য হবে।

এটা স্থায়ী চাকরিচ্যুতি নাকি সাময়িক অবসর সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, রাষ্ট্রদূতের চিঠিতে সানায় পুনরায় কার্যক্রম শুরু করলে পুরনো কর্মীদের আবারও কাজে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইয়েমের রাজনৈতিক সহিংসতার প্রেক্ষিতে ২০১৪ সালে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। বর্তমানে সৌদি আরবের জেদ্দা থেকে দূতাবাসটির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনে শুরু হওয়া গৃহযুদ্ধ এখনও চলছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখলের পর এই সংঘাত তীব্রতা পায়। পরে ২০১৫ সালের মার্চ থেকে নির্বাসিত সরকারের সমর্থনে ও হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। জাতিসংঘের হিসাবে, ইয়েমেনের গৃহযুদ্ধে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন দেশটির ১১ শতাংশ মানুষ।