ভারতে জাহাজ মেরামতের সময় আগুন, নিহত ৫

ভাভারতে জাহাজ মেরামতের সময় আগুন, নিহত ৫রতের কোচিনের একটি জাহাজ নির্মাণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১১ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার একটি জাহাজ মেরামতের সময় আগুন লাগে। আগুনের কারণ উদঘাটনের জন্য সরকারি তদন্তের অনুরোধ জানিয়েছেন জাহাজ প্রতিষ্ঠানটির মুখপাত্র।

ওই মুখপাত্র জানান, ধোঁয়ার কারণে প্রাথমিকভাবে উদ্ধার অভিযান ব্যহত হয়। জাহাজটি ভারতের শীর্ষ বিদ্যুৎ প্রতিষ্ঠান অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস করপোরেশনের (ওএনজিসি)।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, রাষ্ট্রীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান কোচিনে মেরামতের জন্য দেওযা হয়েছিল জাহাজটি।

কেরালার সিনিয়র পুলিশ কর্মকর্তা এমপি দিনেশ বলেন, পানির ট্যাংকের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি বলেন, ‘ট্যাংক থেকে নির্গত ধোঁয়ার কারণেই মৃত্যু হয় পাঁচজনের। যারা আটকা পড়েছেন তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।’ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।