সপ্তাহব্যাপী সফরে ভারত পৌঁছেছেন জাস্টিন ট্রুডো




এক সপ্তাহের সফরে শনিবার ভারত পৌঁছেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য তিনি এই সফর করছেন। ট্রুডো ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেসামরিক পরমাণু সহযোগিতা, মহাকাশ, প্রতিরক্ষা, জ্বালানি ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন।

ভারতের বিমানবন্দরে পরিবারসহ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

শনিবার সন্ধ্যায় দিল্লীর গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে জাস্টিন ট্রুডোকে স্বাগত জানান ভারতের কৃষি মন্ত্রী গাজেন্দ্র সিং শেখওয়াত। ২৩ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতে আগে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।

ভারত পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে দেওয়া টুইটার পোস্টে ট্রুডো লিখেছেন, ব্যস্ততম ভারত সফর শুরু হলো। তিনি জানিয়েছেন, দুই দেশের জনগণের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের মানুষের গভীর সম্পর্ককে আরও নিবিড় করাই এই  সফরের উদ্দেশ্য। পোস্টের সঙ্গে জুড়িয়ে দেওয়া ছবিতে দেখা গেছে,  ট্রুডোর সঙ্গে রয়েছেন তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো ও তাদের তিন সন্তান জেভিয়ার (১০), এলা গ্রেস, (৯), হাদরিয়েন (৩)।

ট্রুডোর সফরসঙ্গী হয়েছেন অবকাঠামো মন্ত্রী সোহি, ক্ষুদ্র ব্যবসা বিষয়ক মন্ত্রী বারদিশ চ্যাগের, উদ্ভাবন মন্ত্রী নবদীপ বাইন, বিজ্ঞান মন্ত্রী ক্রিস্টি ডানকান। প্রতিরক্ষামন্ত্রী হারজিত সজ্জন এবং পররাষ্ট্রমন্ত্রী ক্রিসটিয়া ফিল্যাণ্ড পরে ওই দলে যোগ দেবেন। এছাড়াও থাকবেন বেশ কয়েকজন ভারতীয়-কানাডিয়ান আইন প্রণেতা। এই সফরে ২৩ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা রয়েছে ট্রুডোর নেতৃত্বাধীন কানাডীয় প্রতিনিধি দলের। রাষ্ট্রপতি ভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হতে বলে জানা গেছে। সূত্র : ইন্ডিয়ান টাইমস।