চিঠির খামে ‘অজানা বস্তু’, খুলেই অসুস্থ ১১ মার্কিন সেনা

যুক্তরাষ্ট্রে চিঠির খাম খোলার পর অসুস্থ হয়ে পড়েছে সেনাসহ ১১ জন। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন এক ঘাঁটিতে আসা ওই চিঠিতে ‘অজানা পদার্থ’ ছিল। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চিঠিতে পাওয়া বস্তু নিয়ে তদন্ত কাজ চলছে। ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক আছে কিনা, এখনই তা বলতে নারাজ কর্তৃপক্ষ।

মার্কিন সেনা কর্মকর্তা। পুরনো ছবি

মার্কিন মেরিন কোরের বিবৃতিকে উদ্ধৃত করে এএফপির প্রতিবেদনে বলা হয়, বেলা সাড়ে তিনটার দিকে  জয়েন্ট বেস মায়ার-হেন্ডারসন হলে খামটি গ্রহণ করা হয়। এটি খোলার কিছুক্ষণের মধ্যে ১১ জন অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে তিনজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর ভবনটি ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ বিভাগের যৌথ ঘাঁটির কর্মকর্তারা স্থানীয় এইচএজেডএমনএটি টিম, এনসিআইএস (নেভাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন সার্ভিস) এবং এফবিআইয়ের সঙ্গে মিলে কাজ করে। ভবনটি পর্যবেক্ষণ ও পরিষ্কার করা হয়েছে। মার্কিন মেরিন কোরের মুখপাত্র মেজর ব্যারিন ব্লক বলেন, ‘এটিকে সন্ত্রাসী হামলা বলা যায় কি না, তা এখন বলা যাবে না। আমাদের এ জন্য অপেক্ষা করতে হবে এবং তদন্ত কর্মকর্তাদের কাজ করতে দিতে হবে।’

সিএনএনকে একজন করপোরাল, একজন গানারি সার্জেন্ট এবং একজন কর্নেল বলছেন, তাদের হাত ও মুখে ‘জ্বালাপোড়ার’ অনুভূতি হয়েছে।