ছত্তিশগড়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর মাওবাদীবিরোধী অভিযান, নিহত ১১

ভারতের ছত্তিশগড়ের বস্তার জেলার উদাতামালা এলাকার কাছে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০ মাওবাদী নিহত হয়েছে। মাওবাদীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ চলার সময় নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হন। নিহত ১০ মাওবাদীর মধ্যে ছয়জনই নারী। ভারতীয় নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো খবরটি জানিয়েছে।

প্রতীকী ছবি
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের পুলিশ ও গ্রেহাউন্ড নামের বিশেষ বাহিনী যৌথভাবে মাওবাদীবিরোধী অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার এ অভিযান চলার সময় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। তেলেঙ্গানা পুলিশের এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘এটি ছিল ছত্তিশগড় ও তেলেঙ্গানা পুলিশের যৌথ অভিযান। প্রাথমিক খবর অনুযায়ী, ভোর সাড়ে ছয়টার দিকে বিজাপুর এলাকায় পুলিশ ও মাওবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধে ১০ মাওবাদী নিহত হয়েছে।’

বিস্তারিত পরে জানানো হবে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা। মরদেহগুলোকে ময়নাতদন্তের জন্য নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এই সপ্তাহের শুরুতে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া এলাকায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে তিন নিরাপত্তাকর্মী আহত হয়। সোমবার দুপুরে মুঙ্গেরি ও দুলারগুফা এলাকায় সেই সংঘর্ষ হয়। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে, যৌথ অভিযানটি চালায় তেলেঙ্গানা ও ছত্তিশগড় পুলিশের বিশেষ বাহিনী।