মিশিগান বিশ্ববিদ্যালয়ে নিজ মা-বাবাকে খুন, তরুণ গ্রেফতার

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে নিজের মা-বাবাকে গুলি করে হত্যার ঘটনায় শিক্ষার্থী জেমস এরিক ডেভিস জুনিয়রকে (১৯) গ্রেফতার করা হয়েছে। ১২ ঘণ্টার দীর্ঘ অনুসন্ধান শেষে শুক্রবার দিবাগত মধ্যরাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

nonameশুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম তলার ক্যাম্পবেল হলে নিজের বাবা জেমস এরিক ডেভিস সিনিয়র (৪৮) ও মা  ডিভা ডেভিসকে (৪৭) গুলি চালিয়ে হত্যা করে জেমস এরিক ডেভিস জুনিয়র। এরপর সশস্ত্র অবস্থায় পালিয়ে যায় সে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে খুনি হিসেবে তাকে শনাক্ত করে পুলিশ।

নিহত জেমস এরিক ডেভিস সিনিয়র ইলিনয় অঙ্গরাজ্যের একজন পুলিশ কর্মকর্তা ছিলেন।

এর আগে শুক্রবার সকালে মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক টুইটে ওই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করা হয়। পুলিশের দাবি, পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, ঘটনার আগের রাতে মাদক সংক্রান্ত জটিলতার কারণে সন্দেহভাজন ডেভিসকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সকালে তাকে হলে ফিরিয়ে আনা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার পর সন্দেহভাজন ডেভিস সশস্ত্র অবস্থায় হলের একটি গেট দিয়ে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে। সূত্র: আল জাজিরা, বিবিসি।