হামলার আশঙ্কায় তুরস্কের মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

হামলার আশঙ্কায় তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন দূতাবাস সোমবার জনসাধারণের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এদিন নিয়মিত সব সেবা বন্ধ থাকলেও জরুরি সেবা প্রদান করা হবে। রবিবার দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আঙ্কারায় মার্কিন দূতাবাস

দূতাবাসের বিবৃতিতে তুরস্কে থাকা মার্কিন নাগরিকদের বড় ধরনের জমায়েত ও দূতাবাস ভবন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জনপ্রিয় পর্যটন এলাকা ও কোলাহলপূর্ণ স্থানে নিজের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকতেও তাদের সতর্ক করেছে দূতাবাস। তবে বিবৃতিতে ঠিক কী ধরনের নিরাপত্তা হুমকি রয়েছে তা উল্লেখ করা হয়নি।   

আঙ্কাকার গভর্নর দফতরের এক বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা সূত্রে মার্কিন দূতাবাস ও মার্কিন নাগরিকদের অবস্থান লক্ষ্য করে হামলা হতে পারে বলে খবর পাওয়া গেছে। এরপর সংশ্লিষ্ট স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, সোমবার ভিসা সাক্ষাৎকারসহ অন্যান্য নিয়মিত সেবা বন্ধ থাকবে। এসব সেবা আবার চালু হলে দূতাবাসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে।