যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় আল শাবাব কমান্ডার

সোমালিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আল শাবাব কমান্ডার আহমদ ইমান আলি এবং সংগঠনটির সন্দেহভাজন সদস্য আবদিফাতাহ আবুবকর আবদিকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। তাদের স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্টস (এসডিজিটিস) হিসেবে অন্তর্ভুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।

যুক্তরাষ্ট্রের পতাকা
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাহী আদেশ ১৩২২৪-এর ১(বি) ধারার আওতায় ইমান আলি ও আবুবকর আবদিকে স্পেশালি ডেজিগনেটেড সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়েছে। ১৩২২৪ নির্বাহী আদেশে, যুক্তরাষ্ট্রের নাগরিক, জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি কিংবা অর্থনীতিকে হুমকিতে ফেলে, এমন বিদেশি ব্যক্তিদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। স্পেশালি ডেজিগনেটেড সন্ত্রাসী আখ্যা দেওয়ায় মার্কিন নাগরিকরা তাদের সঙ্গে কোনও লেনদেন করতে পারবে না।

বিবৃতিতে বলা হয়, আহমদ ইমান আলি আল শাবাবের প্রভাবশালী কমান্ডার। ২০১২ সাল থেকে কেনিয়ায় জঙ্গি সংগঠনটির নেতৃত্ব দিচ্ছে সে। কেনিয়ায় আল শাবাবের কার্যক্রম আলি ইমানই পরিচালনা করে থাকে। ২০১৫ সালে আবদিফাতাহ আবুবকর আবদিকে কেনিয়া সরকারের ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়। ২০১৪ সালের জুনে কেনিয়ার মেপেকেতোনিতে হামলার ঘটনায় আবদির সংশ্লিষ্টতার অভিযোগে তাকে খোঁজা হচ্ছে। ওই হামলায় ৫০ জন নিহত হয়েছিল।