পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জুতা নিক্ষেপ

পাকিস্তানের লাহোরে সাবেক প্রধানমন্ত্রী ওয়াজ শরীফকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রবিবার পাকিস্তানের আলেম মুফতি মোহাম্মাদ হোসাইনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় এ ঘটনা ঘটে। জুতাটি তার বাম কাঁধ ও কানে লাগে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

এই ঘটনার এক ভিডিও ফুটেজে দেখা যায়, বক্তৃতা দিতে মঞ্চে দাঁড়ানোর সময় দর্শকদের মধ্য থেকে একজন নওয়াজকে জুতা ছুঁড়ে মারেন। নওয়াজ ওই সময় ঘাবড়ে গেলেও সেখান থেকে চলে যাননি। এই ঘটনার পর তিনি বক্তব্য দেন। তবে বেশিক্ষণ কথা বলতে পারেননি তিনি।

এদিকে ঘটনার পর জুতা নিক্ষেপকারীকে ধরে পিটুনি দিয়েছে নওয়াজের দলের লোকজন। জুতা নিক্ষেপকারী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন দলের নেতারা।

শনিবার সিয়ালকোটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের মুখে কালি নিক্ষেপের ঘটনা ঘটে। আসিফ কালি নিক্ষেপকারীকে তাৎক্ষণিকভাবে ক্ষমা করে দেন। এছাড়া একইদিন নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগের (এন) আরেক নেতা আহসান ইকবালকে লক্ষ্য করেও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে।