ছত্তিশগড়ে মাওবাদীদের মাইন বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

ছত্তিশগড়ে মাওবাদীদের মাইন বিস্ফোরণে পুলিশের সেন্ট্রাল রিজার্ভ ইউনিটের ৮ সদস্য নিহত হয়েছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, ছত্তিশগড়ের সুকমা জেলায় ওই বিস্ফোরণ ঘটানো হয়।
noname

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টায় সুকমা জেলার কুসট্রামে মাওবাদীদের বিস্ফোরণের মুখে পড়ে পুলিশের এলিট কোবরা ফোর্স।  বিশেষভাবে এই বাহিনীকে মাওবাদ দমনে প্রশিক্ষিত করা হয়েছে। বিস্ফোরণে ফোর্সের চার সদস্য আহতও হয়েছে। 
উল্লেখ্য, মাওবাদী বিদ্রোহীরা সরকার উৎখাতে দশকের পর দশক ধরে যুদ্ধ করে আসলেও ২০১৪ সালের নির্বাচনে ডানপন্থী প্রধানমন্ত্রী হিসেবে মোদী দায়িত্ব নেয়ার পর থেকেই এ সংঘাতের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়। তখন থেকেই বিশেষত পুলিশের এই সেন্ট্রাল রিজার্ভ বাহিনী মাওবাদী হামলার শিকার হয়ে আসছে। ৭০ দশকে পশ্চিমবঙ্গের নকশালবাড়ী চারু মজুমদারের নেতৃত্বে শুরু হওয়া নকশাল আন্দোলনের সশস্ত্র বিপ্লবীদের ধারাবাহিকতায়  স্থানীয়ভাবে এই মাওবাদীরা নকশাল নামে পরিচিত।