ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে ওভারব্রিজ ধস: মিলেছে ৪ জনের মরদেহ

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কাছে নির্মাণাধীন একটি ফুট ওভারব্রিজ ধসের ঘটনায় অন্তত চারজন মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

p0618wh7

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে ওই ব্রিজ ধসে পড়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত শনিবার (১০ মার্চ) একটি মোটরযান চলাচলের রাস্তার ওপরে স্থাপিত হতে যাওয়া পদচারী ব্রিজটির ৯৫০ টন ওজনের একটি অংশ স্থাপন করা হয়েছিল।

বৃহস্পতিবার রাত থেকেই উদ্ধার অভিযান শুরু হয়। দুর্ঘটনার সময় কতজন ব্রিজের নিচে বা ওপরে ছিলেন এখনও সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। মিয়ামি ফায়ার সার্ভিস প্রধান ডেভ ডাউনি বলেছেন, অন্তত চারজনের মৃত্যৃর ব্যাপারে নিশ্চিত তারা। তিনি বলেন, এটা অনেক বড় ঘটনা। আরও সময় না লাগলে সারা রাতই আমাদের উদ্ধার তৎপরতা চালাতে হবে।’ 

স্থানীয় রিজিওনাল মেডিকেল সেন্টারে ১০ জনের চিকিৎসা চলছে। অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ড. মার্ক ম্যাককেনি।

গত বছরের আগস্টে ওই রাস্তায় একটি মোটরগাড়ির চাপায় এক ছাত্র নিহত হওয়ার পর সেখানে পদচারী সেতু নির্মানের দাবি ওঠে। গত শনিবার ওই ব্রিজটির নির্মাণকাজ আংশিক সম্পন্ন হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ১৭৪ ফুট দীর্ঘ ক্যাবল সমর্থিত ব্রিজটি আগামী ২০১৯ সালে জনগণের চলাচলের জন্য খুলে দেওয়ার কথা ছিল।এক কোটি ৪২ লাখ ডলার ব্যয়ে নির্মিত ব্রিজটির অর্থায়ন করছিল মার্কিন যোগাযোগ বিভাগ।