বিক্ষোভের পর সচল মুম্বাইয়ে রেল চলাচল

nonameচাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভকারীদের প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধের পর সচল হলো ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের রেল চলাচল। এর আগে রেলওয়েতে চাকরি জাতীয়করণের দাবিতে মঙ্গলবার মুম্বাইয়ের রেল চলাচল অচল করে দেয় বিক্ষোভকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে ৬০টি লোকাল ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন ২০ লাখেরও বেশি যাত্রী।

বিক্ষোভকারীদের দাবি, শিক্ষানবিশ পরীক্ষা শেষেও রেলওয়েতে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না। এ নিয়ে মঙ্গলবার দিনের ব্যস্ততম সময়ে রেলপথ অবরোধ করে বিক্ষুব্ধরা।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল আগামী দুই দিনের মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছেন। এর ভিত্তিতেই অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

রেলওয়ের সিনিয়র কর্মকর্তারা বলছেন, আইনে শিক্ষানবিশদের চাকরির কোনও বিধান নেই। তাদের শুধু কয়েক দক্ষতা উন্নয়নের জন্য নির্দিষ্ট সময়ের প্রশিক্ষণ দেওয়া হয়। মন্ত্রণালয়ের হাতে শিক্ষানবিশকাল সম্পন্নকারীদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকলেও সেগুলোও সরাসরি নিয়োগের আওতায় নিয়ে আসা হচ্ছে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।