মিসিসিপিতে গর্ভপাতে নিষেধাজ্ঞার আইন স্থগিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে গর্ভপাত নিয়ে সবচেয়ে কঠোর আইনটি পাশের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তা স্থগিত করেছেন আদালত। মঙ্গলবার রাজ্যের একমাত্র গর্ভপাত বিষয়ক ক্লিনিক ও চিকিৎসকের পক্ষ থেকে সেন্টার ফর রিপ্রোডাক্টিভ রাইটসের আবেদনের ভিত্তিতে আদালত এই আদেশ দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গর্ভপাত ঠেকানোর আইনের বিরুদ্ধে মিসিসিপিতে বিক্ষোভ

সোমবার মিসিসিপির গভর্নর ফিল ব্রিয়ান্ট একটি বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেন। ওই আইনে বলা হয়, প্রণয় বা ধর্ষণসহ যেকোনও কারণে গর্ভধারণের ১৫ সপ্তাহ পর আর গর্ভপাত করা যাবে না। আইনের একমাত্র ব্যতিক্রম হিসেবে জরুরি চিকিৎসা বা ভ্রুণের অস্বাভাবিকত্ব দেখা দিলেই কেবল গর্ভপাত করানো যাবে।

আইনটির বিরোধিতাকারীর আবেদনে বলা হয়েছে, এই আইন সংবিধান বহির্ভূত। কারণ কোনও ‘রাজ্য বাস্তব হওয়ার আগে গর্ভপাত নিষিদ্ধ করতে পারে না। কারণ যুক্তরাষ্ট্রের সংবিধানের আওতায় কয়েক দশকের সুপ্রতিষ্ঠিত ও পরিষ্কার রুলের মাধ্যমে এই অধিকার প্রতিষ্ঠিত রয়েছে।’

আবেদনে বলা হয়, গর্ভধারণের স্বাভাবিক প্রক্রিয়ায় সাধারণত ২৩ সপ্তাহের আগে ভ্রুণের তেমন কোনও বাস্তবতা তৈরি হয় না। আর এই অবস্থা নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া দরকার। এটা নারীদের স্বাস্থ্য ও ভ্রুণের ওপর নির্ভর করে আলাদা হতে পারে।

সেন্টার ফর রিপ্রোডাক্টিভ রাইটসে প্রধান নির্বাহী কর্মকর্তা ন্যান্সি নর্থাপ এক বিবৃতিতে বলেন, মিসিসিপির রাজনীতিকরা আবারও দেখালেন তারা যেকোনওভাবে নারীদের নিরাপদ ও বৈধ গর্ভপাত সেবা পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবে। এজন্য তারা সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে রাজ্যে সর্বশেষ ক্লিনিকটিকে লক্ষ্য করে এমন উদ্যোগ নিয়েছে।