সিরিয়া সংকট নিয়ে আঙ্কারায় পুতিন, এরদোয়ান, রুহানি বৈঠক

সিরিয়া সংকট নিয়ে তুরস্কের রাজধানী আঙ্কারায় বৈঠকে মিলিত হয়েছেন রাশিয়া, তুরস্ক ও ইরানের শীর্ষ নেতারা। বুধবারের এ বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। প্রায় দুই ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকের পর দেওয়া এক যৌথ বিবৃতিতে সিরিয়ার অখণ্ডতার প্রতি জোর দেন তিন নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

nonameযৌথ বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি সিরীয় ভূখণ্ডে নতুন বাস্তবতা তৈরির সব ধরনের প্রচেষ্টা প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন তিন নেতা। একইসঙ্গে তারা সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর জোর দিয়েছেন।

বৈঠকে তিন নেতা এ বিষয়ে একমত হন যে, সিরিয়া সংকটের কোনও সামরিক সমাধান নেই। রাজনৈতিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমেই কেবল এ সংকট থেকে উত্তরণ সম্ভব।

গত মাসে সিরিয়ার গৃহযুদ্ধের ৮ বছর পূর্ণ হয়েছে। এ যুদ্ধে নিহতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। যুদ্ধের ভয়াবহতায় বাস্তচ্যুত হয়েছেন এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ। এদের মধ্যে প্রায় ৬ লাখ মানুষ বিদেশে শরণার্থী হতে বাধ্য হয়েছেন। আট বছর যুদ্ধে রাশিয়া ও ইরানের সমর্থন নিয়ে এখন সিরিয়ার বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

সিরিয়ায় অস্ত্রবিরতির উপায় খুঁজতে এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে তুরস্ক, রাশিয়া ও ইরান শান্তি আলোচনায় বসেছিল। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়া ও ইরান পুরোপুরি পৃষ্ঠপোষকতা দিলেও আসাদের ঘোর বিরোধী তুরস্ক। শেষ পর্যন্ত ওই বৈঠক ফলপ্রসূ হয়নি। গত নভেম্বরে মস্কোতে ফের বৈঠক করেন তিন দেশের প্রেসিডেন্ট। ওই বৈঠকের পরই সিরিয়ার আফরিনে কুর্দি বিদ্রোহীদের অবস্থানে হামলা জোরদার করে তুরস্ক।

ইরান ও রাশিয়া সিরিয়ার শিয়াপন্থী শাসক আসাদের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায়। তবে দেশটির সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের ভবিষ্যৎ নিয়ে এখনও পর্যন্ত কোনও সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন বলছে, রাশিয়া, তুরস্ক ওই ইরান আঙ্কারায় এক ক্যামেরার সামনে হাসতে পারে, তবে তাদের এখনও সিরিয়ার ভাঙা কাচের ওপরই হাঁটতে হবে। সূত্র: আনাদোলু এজেন্সি, সিএনএন।