চীনকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ রাশিয়ার

চীনের কাছে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান পাঠিয়েছে রাশিয়া। ২০১৪ সালে চীন ও রাশিয়া সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হলো।

nonameরাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম তাস জানিয়েছে, লেনিনগ্রাদ অঞ্চলের উস্ত-লুগ বন্দর থেকে দুটি জাহাজে করে এস-৪০০-এর প্রথম চালানটি চীনে পাঠানো হয়েছে। চুক্তির সময়সীমার মধ্যেই এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হলো। জাহাজ দুটিতে রয়েছে কমান্ড পোস্ট, রাডার স্টেশন, লাঞ্চিং স্টেশন, এনার্জি ইকুইপমেন্ট এবং অন্যান্য সরঞ্জমাদি।

তৃতীয় জাহাজটি গত জানুয়ারি মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় ঝড়ের কবলে পড়লে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। ফলে সেটা রাশিয়ায় ফেরত আনা হয়েছে। এ বছরের গ্রীষ্মে এটি চীনকে নতুন করে সরবরাহ করা হবে।

২০১৪ সালে চীন রাশিয়ার কাছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অর্ডার দেয়। এজন্য দেশটিকে প্রায় ৩০০ কোটি ডলার খরচ করতে হচ্ছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য মস্কো চীনের একটি দলকে প্রশিক্ষণ দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, চীনের প্রতিবেশী দেশ ভারতও রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার দ্বারপ্রান্তে রয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফরে বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। সূত্র: পার্স টুডে, দ্য নিউ ইয়র্ক টাইমস।