কাশ্মিরে সহিংসতায় নিহত ৪, আহত ৪০

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে ভারতীয় বাহিনীর নিরাপত্তা অভিযানে এক সেনাসহ চারজন নিহত হয়েছেন। এরপরই রাজপথে আন্দোলন শুরু করেন কাশ্মিরবাসী। আন্দোলন সহিংস রুপ নিলে আহত হন আরও ৪০ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

_95309d12-3d86-11e8-bfff-c0c145c8e053প্রতিবেদনে বলা হয়, আরেকজন সেনার অবস্থাও গুরুতর। নিরাপত্তা বাহিনীর অভিযানে সাধারণ মানুষ মারা গেলে ফুঁসে ওঠেন স্থানীয়রা। রাস্তায় নেমে পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারতে থাকে তারা।   

কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকিকরণ হয়েছে। এখন সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদীন সবথেকে সক্রিয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে।

ভারতীয় কর্মকর্তাদের দাবি, বুধবার তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার পরেই জবাব দিতে শুরু করে তারা।

গুলি চলাকালীন সময়েই স্থানীয়রা বাড়ি থেকে বের হয়ে আসে এবং পাথর ছুঁড়তে থাকে। বিলাল আহমেদ, শারজিল শেখ নামে আহত দুইজন ব্যক্তি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাদের। এরপ ১৫ বছর বয়সী ফয়সাল এলাহি নামে এক কিশোরকে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

তবে কোনও সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষ থেকে হতাহতের কথা এখনও জানানো হয়নি।      

পুলিশ জানায়, তাদের এক সদস্য নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও দুজন। কুলগ্রামে সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কাশ্মিরের দক্ষিণে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা।