প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্প ‘নৈতিকভাবে অযোগ্য’: সাবেক এফবিআই পরিচালক

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য ‘নৈতিকভাবে অযোগ্য’ বলে মন্তব্য করেছেন এফবিআই’র সাবেক পরিচালক জেমস কমি। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি-তে রবিবার প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জেমস কমি ও ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প সম্পর্কে কমি বলেন, ‘তিনি মানসিকভাবে অক্ষম বা পাগলের প্রাথমিক পর্যায়ে রয়েছেন আমি তা বলবো না। আমার মনে হয় না তিনি স্বাস্থ্যগত দিক দিয়ে প্রেসিডেন্ট হওয়ার অনুপযু্ক্ত। আমি মনে করি প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি নৈতিকভাবে অযোগ্য’।

জেমস কমি আরও বলেন, এই দেশের অন্তস্থলে থাকা মূল্যবোধের প্রতি আমাদের প্রেসিডেন্টের অবশ্যই শ্রদ্ধা ও ভালবাসা থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্যি বলা। এই প্রেসিডেন্ট তার করতে অক্ষম।

হিলারি ক্লিনটনের ই-মেইল তদন্তের সময় আচরণ ও ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার যোগসাজস তদন্তের উদ্যোগ নেওয়ায় ২০১৭ সালের মে মাসে এফবিআই পরিচালকের পদ থেকে জেমস কমিকে বহিষ্কার করে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১১ দিন আগে কমি ঘোষণা দিয়েছিলেন মন্ত্রী থাকাকালীন হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের অভিযোগ আবারও তদন্ত করা হবে। হিলারি এই ঘটনাকে তার পরাজয়ের অন্যতম কারণ হিসেবে মনে করেন।

কমি ট্রাম্প সম্পর্কে এমন মন্তব্য করার আগে কয়েকদিন ধরে ট্রাম্প রবিবার কয়েকটি টুইট বার্তায় কমিকে আক্রমণ করছেন। তিনি অভিযোগ করেছেন, ই-মেইল তদন্তের বিষয়টি বোকার মতো পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে জেমস কমিকে ব্যক্তিগত আক্রমণও করেছেন ট্রাম্প। সূত্র: এএফপি।