লন্ডনে আজ রাতে মোদি-হাসিনা বৈঠক

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর প্রায় এক বছর আগে সর্বশেষ শীর্ষ বৈঠকে মিলিত হয়েছিলেন দুই প্রধানমন্ত্রী। এর মধ্যে এমনকি তৃতীয় কোনও দেশেও মিলিত হননি দুই দেশের প্রধানমন্ত্রী।

ফাইল ছবিতে মোদি-হাসিনা

বর্তমানে বাকিংহাম প্যালেসে শুরু হওয়া ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে রয়েছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

২৫তম কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ১৭ এপ্রিল লন্ডনে পৌঁছার পর প্রধানমন্ত্রী এ পর্যন্ত ক্রয় কমিটি, জ্বালানি মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগ সংশ্লিষ্ট ১৩টি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স ফাইলে (ই-ফাইলে) স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে অবস্থানকালে গুরুত্বপূর্ণ সব ফাইল তাঁর কাছে পাঠানোর জন্য অফিসকে নির্দেশ দিয়েছেন।

দুই নেতার বৈঠকের বিষয়ে অবগত একজন কর্মকর্তা জানিয়েছেন, দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হবে। এর মধ্যে অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য আঞ্চলিক ইস্যুগুলোও থাকবে।