পাকিস্তানে ড্রোন ভূপাতিত, ৩ চীনা নাগরিক আটক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমানবাহিনী। ড্রোনটি নবনির্মিত বিমান বন্দরের ওপর দিয়ে উড়ছিল।
noname

বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজন চীনা নাগরিক একটি ড্রোনের সাহায্যে নবনির্মিত বিমানবন্দরের ছবি ও ভিডিও ধারণ করছিল। এ বিষয়টি বিমানবাহিনীকে জানানোর পর ড্রোনটিকে ধ্বংস করা হয়। নিরাপত্তা বাহিনী ওই তিন ব্যক্তিকে আটক করেছে।

বিনা অনুমতিতে বিমান বন্দরের ওপর দিয়ে ড্রোন ওড়ানোর বিষয়ে তদন্ত শুরু হয়েছে। নয়া ইসলামাবাদ বিমান বন্দরটি আগামীকাল ২০ এপ্রিল উদ্বোধনের কথা থাকলেও প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির বিদেশ সফরের কর্মসূচি থাকায় তা পিছিয়ে দেওয়া হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী আগামী ৩ মে বিমান বন্দরটি চালু করা হবে। ইসলামাবাদে ১৯ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে 'ওয়াই' আকৃতির বিমান বন্দরটি প্রতিষ্ঠা করা হয়েছে।