ইতালিতে আটক সাবেক মেক্সিকান গভর্নরকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর

মেক্সিকান মাদক চোরাকারবারীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইতালিতে আটক মেক্সিকোর সাবেক গভর্নর থমাস ইয়ারিংটনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে। মেক্সিকান নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মেক্সিকোর সাবেক গভর্নর থমাস ইয়ারিংটন

থমাস ইয়ারিংটন ১৯৯৯ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত মেক্সিকোর তামাউলিপাস রাজ্যে ক্ষমতাসীন ইনস্টিটিউশনাল রেভ্যুলুশনারি পার্টি-পিআরআই’র গর্ভনর ছিলেন। গত বছর ইতালিতে পুলিশের হাতে আটক হওয়ার পর থেকে জেলে ছিলেন। সে সময়ই যুক্তরাষ্ট্রের টেক্সাসে কেন্দ্রীয় আদালতের পক্ষ থেকে তাকে হস্তান্তরের আবেদন করা হয়েছিল।

ইয়ারিংটনের বিরুদ্ধে যু্ক্তরাষ্ট্র ও মেক্সিকোর আদালতে মেক্সিকোতে অপরাধী সংগঠনগুলোর কাছ থেকে কয়েক কোটি ডলার ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অর্থ পাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগও রয়েছে। অভিযোগ প্রমাণ হলে যুক্তরাষ্ট্রে তাকে দুইবার আজীবন কারাদণ্ড ও মেক্সিকোতে ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

ইয়ারিংটনের একজন আইনজীবীর সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করেননি। ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, গত সপ্তাহে কোনও কারণ না দেখিয়েই ইয়ারিংটনকে মেক্সিকোর কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় ইতালি।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতোর ক্ষমতাসীন পিআরআই দলের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। ইতোমধ্যে দলটির চারজন সাবেক গভর্নর জেলে রয়েছেন। আর আগামী জুন মাসে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে দুর্নীতি এখন সবচেয়ে বড় বিষয় হয়ে আছে।