কাবুলে ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে আত্মঘাতী হামলায় নিহত ৪

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, হামলাকারী বিস্ফোরণ ঘটালে চারজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। পরপর কয়েকটি বড় ধরণের হামলার পর কয়েক সপ্তাহ বিরতি দিয়ে আবারও আক্রান্ত হলো কাবুল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

noname

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, রবিবার সকালে হামলা চালানো হয় পশ্চিম কাবুলের দাস্ত-এ-বাচরি এলাকায়। ওই এলাকায় মূলত শিতি হাজারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাস।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিকব দানেশ বলেন, পায়ে হেঁটে ওই হামলাকারী ওই কেন্দ্রে আসে। চলতি বছরের সংসদ নির্বাচন উপলক্ষে সেখানে কর্মকর্তারা ভোটারদের নিবন্ধন কার্ড বিতরণ করছিলেন।

কাবুল পুলিশের উপদেষ্টা আসমত স্টানেকজাই জানিয়েছেন, ওই ঘটনায় অন্তত চারজন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখতে পাওয়ার কথা জানিয়ে রয়টার্স বলছে, এসব ছবিতে নারীসহ চারজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণে একটি গাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বছরের অক্টোবরে আফগানিস্তানে বহুল প্রত্যাশিত সংসদ ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের বিরোধী সশস্ত্র গোষ্ঠী তালেবান দেশটিতে অনেক বেশি সক্রিয়। আফগান সরকার তাদের শান্তি আলোচনায় বসার আহ্বান জানালেও এখনও তা শুরু হয়নি। নির্বাচন ঘিরে আরও হামলার আশঙ্কা করছে আফগান সরকার।