যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত হলেন কৌতুকাভিনেতা বিল কসবি

২০০৪ সালে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন মার্কিন কৌতুকাভিনেতা বিল কসবি। যৌন নিপীড়নের তিনটি ধারায় বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করেছেন পেনসিলভানিয়ার একটি আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, প্রতিটি ধারায় সম্ভাব্য দশ বছর করে কারাদণ্ড হতে পারে এই অভিনেতার। দোষী সাব্যস্ত হওয়ার পর প্রসিকিউটর জামিন বাতিলের আবেদন জানালে আদালত তা খারিজ করে জানান, বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত কসবি কারাগারের বাইরে থাকবেন। 

বিল কসবি

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ টিভি তারকা ছিলেন বিল কসবি। ১৯৮০-র দশকে দ্য কসবি শো সিরিজের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান তিনি। গত পাঁচ দশকে অন্তত ৬০ জন নারী তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। আইনি সীমাবদ্ধতায় তা বিচার পর্যন্ত গড়ায়নি। তবে ফিলাডেলফিয়ার টেম্পল বিশ্ববিদ্যালয়ের সাবেক বাস্কেটবল কোচ আন্দ্রে কনস্টান্ড অভিযোগ আনেন ২০০৪ সালে তার সাবেক বন্ধু কসবির বাড়িতে গেলে তাকে চেতনা নাশক খাইয়ে যৌন নিপীড়ন চালানো হয়। ওই অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালে আদালত প্রথমবার তাকে অভিযুক্ত করতে ব্যর্থ হয়। পুর্নবিচারের আবেদনের ভিত্তিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত বিচারে তাকে দোষী সাব্যস্ত করলো আদালত।

বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করবার সময়ে আদালতে তার বিরুদ্ধে অভিযোগ করা বেশ কয়েকজন নারী হাজির ছিলেন বলে জানিয়েছে বিবিসি। তবে কসবির আইনজীবী টম মেসেরিয়ু বলেছেন, ‘লড়াই শেষ হয়নি’। এর বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান তিনি।

আদালতের বিচার শেষে পর কসবির বিরুদ্ধে অভিযোগ আনা আন্দ্রে কনস্টান্ডের আইজীবী কেভিন স্টিলি এক সংবাদ সম্মেলনে বলেন, অর্থ ও ক্ষমতা যাই হোক না কেন কিছুই আমাদের অপরাধের তদন্ত ও বিচার চালানো থেকে বিরত রাখতে পারবে না। এ সময় উপস্থিত ছিলেনআন্দ্রে কনস্টান্ড।