তুলসী গাছ লাগিয়ে মোদিকে জেতাতে চায় বিজেপি!

ভারতের কর্ণাটক রাজ্যে কংগ্রেসকে উচ্ছেদ করে বিজেপি'কে ক্ষমতায় আনতে চায় দলটির সমর্থকরা। কারণ, ২০১৩ সাল থেকেই রাজ্যটি কংগ্রেসের দখলে। মোদির দলকে জেতাতে তাই উঠেপড়ে লেগেছে বিজেপি কর্মীরা। প্রচার তো চলছেই। পাশাপাশি এবার দলটি যেন অলৌকিকভাবে জিতে যায়, তার জন্য ঐশ্বরিক শক্তি কাজে লাগাতে চাইছেন সমর্থকরা। এজন্য বিপুল সংখ্যক বিজেপি সমর্থক তুলসী গাছ নিয়ে লাগাচ্ছেন কৃষ্ণ মন্দিরে।

noname২২ কিলোমিটার দূর থেকে উদুপিতে এসে গাছ লাগিয়েছেন কেশবাচারিয়া নামে একজন বিজেপি সমর্থক। ৮০০ বছরের পুরনো মন্দিরের বাইরে লাগানো হচ্ছে সেই গাছ।

কেশবাচারিয়া একা আসেননি। গাছ লাগানোর জন্য রীতিমত লাইন পড়ে গেছে মন্দিরের সামনে। প্রতিদিন ওই মন্দিরের কাছে অন্তত এক লাখ তুলসী গাছ লাগান ভক্তরা। তাতেই যদি মনস্কামনা পূর্ণ হয়। কেশবাচারিয়ার সঙ্গে লাইনে দাঁড়িয়েছেন গোবিন্দ ও কুমারস্বামী নামে আরও দুই বিজেপি সমর্থক। মোদির সভায় যোগ দেওয়ার আগে প্রার্থনা করে গেলেন তারা।

মন্দির কর্তৃপক্ষ এই তুলসী গাছ লাগানোর উদ্যোগ নিয়েছিল মাস কয়েক আগে। তারপর থেকে তুলসী গাছ দেওয়ার প্রবণতা এতোটাই বেড়েছে যে, বিভিন্ন নার্সারিতেও লাগানো হচ্ছে এ গাছ। চড়া দামে বিক্রি হচ্ছে সেসব চারা।

মন্দির কর্তৃপক্ষ তুলসীর চাষ করছে উদুপির ১৪ একর জায়গাজুড়ে। পূজার পর তুলসী পাতাগুলি ওষুধ তৈরির কাজে লাগানো হচ্ছে। সূত্র: কলকাতা ২৪।