আফগানিস্তানে সাত ভারতীয় প্রকৌশলী অপহৃত

আফগানিস্তানে অপহরণের শিকার হয়েছেন সাত ভারতীয় প্রকৌশলী। তারা দ্য আফগানিস্তান ব্রেসনা শেরকাট নামে একটি নির্মাণ প্রতিষ্ঠানের হয়ে দেশটিতে কাজ করছিলেন। ওই প্রতিষ্ঠানটি বাগলান প্রদেশে একটি ইলেক্ট্রিক সাব স্টেশন তৈরির কাজ করছে। রবিবার সকালে বাসে করে সরকারি পাওয়ার সাব স্টেশনে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে বাগ-এ-সামল নামে একটি গ্রামের কাছে কয়েকজন বন্দুকধারী তাদের বহনকারী বাসটিকে আটকে দেয়। বাস থামলে বন্দুকের নলের মুখে চালকসহ সাত ভারতীয়কে তুলে নিয়ে যায় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা।

nonameবাগলান পুলিশের মুখপত্র জাবিউল্লা সুজা সাত ভারতীয়সহ আটজনকে অপহরণের সত্যতা নিশ্চিত করেছেন।

কাবুলে নিযুক্ত ভারতীয় দূতাবাসের কর্মকর্তারাও অপহরণের ঘটনা স্বীকার করেছেন। দূতাবাসের পক্ষ থেকে প্রকৌশলীদের মুক্ত করার সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

এখনও পর্যন্ত কোনও সংগঠন এই অপহরণের দায় স্বীকার করেনি। মুক্তিপণ চেয়েও কেউ যোগাযোগও করেনি। তবে পুলিশের ধারণা, এ ঘটনার সঙ্গে তালেবানদের সমর্থনপুষ্ট কোনও গোষ্ঠী জড়িত থাকতে পারে।

উল্লেখ্য, আফগানিস্থানের বিভিন্ন স্থানে কাজ করছেন শতাধিক ভারতীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদ। দেশটির বর্তমান সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সূত্র: আনন্দবাজার, রয়টার্স।