জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতি দেওয়া যৌক্তিক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতি দেওয়ার বিষয়টি যৌক্তিক ও উপযুক্ত বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দতিনি বলেন, ‘আমি জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর হওয়াতে গর্বিত অনুভব করছি। এতে করে প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি সম্পন্ন হলো।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওপূর্ব ঘোষণা অনুযায়ী জেরুজালেমে সোমবার মার্কিন দূতাবাসের উদ্বোধন করেছেন হোয়াইট হাউসের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। বিশ্ব জনমতকে উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় ফিলিস্তিনিদের রক্তস্রোত উপেক্ষা করে।  

মাইক পম্পেও বলেন, ’৭০ বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। তখন থেকেই জেরুজালেম তাদের রাজধানী। তাই যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।’

শান্তি প্রক্রিয়া নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় এখনও অঙ্গীকারাবদ্ধ।’ পম্পেও বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার প্রথম রাষ্ট্রীয় সফর ছিল ইসরায়েলে। আমি শিগগিরই নতুন দূতাবাস পরিদর্শনে যাবো।’