ইরানের কাছে নাজানিনের মুক্তির দাবি তুলতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান

ইরানের কারাগারে বন্দি ব্রিটিশ নাগরিক নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ-এর মুক্তির দাবি তুলতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের প্রতি আহ্বান জানিয়েছেন নাজানিনের স্বামী। তিনি চান ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আসন্ন সাক্ষাৎকালে বরিস জনসন যেন গুরুত্বসহকারে বিষয়টি তুলে ধরেন।

nonameগুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করছেন ইরানি বংশোদ্ভূত ৩৯ বছরের এই ব্রিটিশ নারী।

যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর শিগগিরই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ওই চুক্তি নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বরিস জনসন।

নাজানিন জাগহারি র‍্যাটক্লিফের স্বামী বিবিসি’র কাছে অভিযোগ করেন, ব্রিটিশ সরকারের ওপর চাপ তৈরিতে তার স্ত্রীকে ব্যবহার করছে তেহরান। তিনি বলেন, আমাদের জন্য এটা একটা দীর্ঘ সময়।

গত রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-ও নাজানিনের ব্যাপারে কথা বলেছেন। তিনি ইরানের প্রেসিডেন্টের কাছে এই ব্রিটিশ নারীর মুক্তির ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

২০১৬ সালের এপ্রিল ইরানের কারাগারে বন্দি রয়েছেন নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ। ইরানের সরকার উৎখাতের কথিত গোয়েন্দা প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

নাজানিন জাগহারি র‌্যাটক্লিফকে ২০১৬ সালের এপ্রিলে তেহরান এয়ারপোর্টে আটক করা হয়। সে সময় নিজের মেয়ের সঙ্গে তেহরান ভ্রমণ শেষে যুক্তরাজ্যে ফিরছিলেন তিনি। তার পরিবার সূত্রে জানা যায়, সঠিক উপায় অবলম্বন করে এবং শুধু ছুটি কাটানোর জন্যই ইরান গিয়েছিলেন নাজানিন। তার মেয়েকে ইরানিয়ান নানা-নানির পরিবারের সঙ্গে দেখা করাতে নিয়ে যাওয়াটাই মূল্য উদ্দেশ্য ছিল। কিন্তু তাকে ইরান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের সন্দেহে কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও তিনি তা পুরোপুরি অস্বীকার করে আসছেন। সূত্র: বিবিসি।