ইরান চুক্তি ভবিষ্যৎ কাজের ভিত্তি হতে পারে: ইইউ

ইরান চুক্তির ব্যাপারে আবারও নিজেদের জোরালো অবস্থানের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পশ্চিমা অর্থনৈতিক জোটটি বলেছে, ২০১৫ সালের ঐতিহাসিক চুক্তিটি ভবিষ্যৎ কাজের ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে।

২০১৫ সালে ইরান ও আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যকার পরমাণু চুক্তির আওতায় তেহরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে স্বস্তি দিতে শত শত কোটি ডলার অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন। এর পাশাপাশি তিনি পরমাণু কর্মসূচির কারণে তেহরানের ওপর আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় চালুর ঘোষণা দেন। 

ইইউ’র পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র মাজা কোসিজিনসিক ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, বর্তমান চুক্তি অক্ষুণ্ন রাখার চিন্তা করা হচ্ছে।

কোসিজিনসিক বলেন, আমরা ১২ বছরের জোরালো কূটনৈতিক প্রচেষ্টার ফল হিসেবে এই চুক্তি করতে পেরেছি। ২০১৫ সালের চুক্তি এখনও কার্যকর আছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ এর কার্যকরিতার কথা নিশ্চিত করেছে। আমরা বিশ্বাস করি, যতদিন পর্যন্ত ইরান তার প্রতিশ্রুতির সঙ্গে একাত্ম থাকবে ততদিন এই চুক্তি কার্যকর থাকা উচিত। সূত্র: রয়টার্স।