তুরস্ক ও যুক্তরাষ্ট্রে বুধবার রোজা শুরু, বৃহস্পতিবার সৌদি আরবে

বুধবার পবিত্র রমজান মাস পালন শুরু করবে তুরস্ক। চাঁদ দেখার পর এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। আর মঙ্গলবার সৌদি আরবে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবারই রমজান মাস পালন শুরু করবেন দেশটির নাগরিকরা। একই দিনে কাতার, ইন্দোনেশিয়া, লেবানন, সিরিয়া, মিসর, মরক্কো ও বাহরাইনেও শুরু হবে সিয়াম সাধনা।

রোজা শুরুযুক্তরাষ্ট্র ও ইউরোপেও বুধবার থেকেই রোজা শুরু হচ্ছে। বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে সেটা জানার জন্য চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে বুধবার সন্ধ্যায়। এরপরই জানা যাবে কবে থেকে রোজা শুরু হচ্ছে বাংলাদেশে।

হিজরি সনের রমজান মাস বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্র মাস বলে বিবেচিত। মাসজুড়ে রোজা রাখার পর তারা উদযাপন করে ঈদুল ফিতর। পবিত্র এই মাসকে ঘিরে এরইমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে মুসলিম বিশ্বের।

আরবি মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল মাসগুলো প্রতিবছর ১০-১২ দিন এগিয়ে আসে রমজান মাস। গত বছর মাসটি শুরু হয়েছিল ২৭ মে।