এক হাজার লোন উলফ জঙ্গির ব্যাপারে তদন্ত করছে এফবিআই

সন্দেহভাজন এক হাজার লোন উলফ জঙ্গির ব্যাপারে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। এর বাইরে আরও এক হাজার ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী’র ব্যাপারেও তদন্ত চালানো হচ্ছে। মার্কিন সিনেটের কংগ্রেশনাল কমিটির শুনানিতে হাজির হয়ে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির পরিচালক ক্রিস্টোফার রে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে তাদের কথিত ‘লোন উলফ’ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেন। তবে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা প্রায়ই তাদের ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মৌলবাদে দীক্ষিত হওয়া ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন।

ক্রিস্টোফার রে বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে ৫০টি রাজ্যের সন্দেহভাজন এক হাজার লোন উলফের ব্যাপারে তদন্তকাজ পরিচালনা করা হচ্ছে। তবে আল কায়েদা, জঙ্গিগোষ্ঠী আইএস বা অভ্যন্তরীণ সন্ত্রাস সংক্রান্ত তদন্তগুলো এর অন্তর্ভুক্ত নয়।

এফবিআই পরিচালক বলেন, তারা সহজে ব্যবহারযোগ্য অস্ত্র ব্যবহার করে। ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), কার, ছুরি, বন্দুক এগুলো ব্যবহার করে থাকে।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি লোন উলফ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ২০১৭ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এক কনসার্টে লোন উলফ হামলায় নিহতহন অর্ধশতাধিক মানুষ। হামলার সময়ই সন্দেহভাজনকে হত্যা করে পুলিশ। এ ধরনের ঘটনায় হামলাকারীদের গতিবিধি সম্পর্কে অনুমান করা কঠিন।

উল্লেখ্য, লোন উলফ অর্থ হলো একা একজন ব্যক্তির ‘টার্গেটেড’ কোনও স্থানে গিয়ে আত্মঘাতী হামলা করা। এ ধরনের হামলার কারণে হামলাকারী জীবিত না থাকায় তার কাছ থেকে কোনও তথ্য সংগ্রহ করতে পারেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।