হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন মেলানিয়া

হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মেলানিয়ার মুখপাত্র স্টিফেনি গ্রিশাম এক বিবৃতিতে শনিবার তার হোয়াইট হাউসে ফেরার খবর নিশ্চিত করেন। চলতি সপ্তাহে তার কিডনিতে সফল অস্ত্রোপচার হয়।
noname

কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। গত সোমবার থেকে তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। সেদিন তার মুখপাত্র গ্রিশামের তরফ থেকে দেওয়া এক বিবৃবিতে বলা হয়েছে, এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। এই রোগ নিরাময়যোগ্য। বিবৃতিতে মেলানিয়ার সফল অস্ত্রোপচারের পাশাপাশি জানানো হয়েছিল, তিনি জটিলতামুক্ত।

গ্রিশাম শনিবারের বিবৃতিতে বলেছেন, ‘আজ সকালে হোয়াইট হাউসে ফিরেছেন ফার্স্ট লেডি মেলানিয়া। তিনি স্বাভাবিক বিশ্রামের মধ্যে আছেন এবং তীব্র কর্মোন্মদনা বোধ করছেন। আমাদের দফতরে তার জন্য শুভকামনা জানিয়ে বিপুল পরিমাণ চিঠি ও ইমেইল এসেছে। তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’