কিমের সঙ্গে বৈঠক নিয়ে দ. কোরিয়ার সঙ্গে আলোচনায় ট্রাম্প

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক ইস্যুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই ওয়াশিংটনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে ইনব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কিম জং উনের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠক নিয়ে যে সংশয় তৈরি হয়েছে সেই বিষয় নিয়েই কথা বলবেন দুই নেতা। গত সপ্তাহেই কিম জং বলেছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন বৈঠক নাও হতে পারে। আগামী ১২ জুন সিঙ্গাপুরে বসার কথা ট্রাম্প ও কিমের।

এর আগে রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন উত্তর কোরিয়া প্রসঙ্গে ফোনালাপ করেছেন। যুক্তরাষ্ট্রও কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার জেরে দক্ষিণের সঙ্গে শীর্ষ পর্যায়ের সংলাপ স্থগিত করে উত্তর কোরিয়া। দেশটি বলেছে এই সামরিক মহড়া বিভক্ত কোরীয় উপদ্বীপের উষ্ণ সম্পর্কের জন্য হুমকি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র খবরে আগামী মাসে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক পরিকল্পনা মতো হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়।

এরপর বিষয়টি মধ্যস্থতা করার চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রও এই প্রসঙ্গে আলোচনা করার চেষ্টা করছে। পর্যবেক্ষকরা মনে করেন মুন জায়ে ইন পরিস্থিতি ঠান্ডা করে আলোচনার পথ প্রশস্ত করার চেষ্টা করবেন।

মুনের এক কর্মকর্তা বলেন, ‘তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলবেন যে কিমের কাছে কি আশা করা যাবে আর কি যাবে না।