বিশ্বকাপে ‘জঙ্গি হামলা’র আশঙ্কা যুক্তরাষ্ট্রের, সতর্কতা জারি

রাশিয়া বিশ্বকাপে জঙ্গি হামলায় আশঙ্কায় নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ভ্রমণ বিষয়ক এক নির্দেশনায় এই সতর্কতা জারি করা হয়। তবে কোনও সুনির্দিষ্ট হুমকির কথা জানায়নি তারা।
noname

১৪ জুন (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রাশিয়ায় শুরু হয় ৩২ দিনের ফুটবল লড়াই। মাসব্যাপী এই আয়োজন সম্পর্কে পররাষ্ট্র দফতর থেকে ভ্রমণ নির্দেশনায় বলা হয়, ‘বিশ্বকাপ ফুটবলের মতো বড় পরিসরের আন্তর্জাতিক আয়োজন সন্ত্রাসীদের জন্য এক মোহনীয় লক্ষ্যবস্তু। যদিও বিশ্বকাপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, তবুও জঙ্গিরা স্টেডিয়াম, ভক্তদের জটলা, পর্যটনকেন্দ্র, পরিবহন থামার স্থানসহ বিভিন্ন পাবলিক ভেন্যুতে হামলা করার চেষ্টায় থাকবে’। 

সম্ভাব্য জঙ্গি হামলার কথা বললেও পররাষ্ট্র দফতরের ওই ভ্রমণ নির্দেশনায় কোনও সুনির্দিষ্ট জঙ্গি হুমকির কথা বলা হয়নি। এরআগে জারি করা এক নির্দেশনায় বিশ্বকাপ উপলক্ষ্যে মার্কিন নাগরিকদের রাশিয়া ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছিল। বলা হয়েছিল, জঙ্গি হামলার লক্ষ্যবস্তু কিংবা রুশ নিরাপত্তা বাহিনীর দ্বারা ভোগান্তির শিকার হতে পারে মার্কিনিরা।