ঈদে কাশ্মিরে ‍শতাধিক বন্দির কারামুক্তি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ঈদুল ফিতর উপলক্ষ্যে ১১৫ জন বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রদেশের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, বড় ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন বন্দিদের ছেড়ে দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে। এতে করে তারা পরিবারের সঙ্গে ঈদ করতে পারবে।

05f9367029b1f98bda1f21eb645e26a8-57d7812680ca0

বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপন করছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গতবছর  পিডিপি-বিজেপি সরকার কোনও বন্দিকে মুক্তি দেয়নি।

বিশ্বের সবথেকে সামরিকায়িত অঞ্চলগুলোর একটি কাশ্মির। জননিরাপত্তা আইনের নামে সেখানে ভারতীয় সেনাবাহিনী ধারাবাহিক আটক-গ্রেফতার অভিযান পরিচালনা করে।  ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০১৫ সালের এক পরিসংখ্যান থেকে জানা যায়, ১৯৯১ সাল থেকে তখন পর্যন্ত এই আইনের আওতায় ৮ হাজার থেকে ২০ হাজারের মতো মানুষকে আটক করা হয়েছে।