যুক্তরাষ্ট্রে নৈশ উৎসবে গোলাগুলিতে নিহত ১, আহত ২০

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এক নৈশ উৎসবে গোলাগুলিতে অন্তত ২০ জন আহত হয়েছে। নিহত হয়েছে সন্দেহভাজন ওই বন্দুকধারী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

trenton

 

প্রতিবেদনে বলা হয়, ২০ জনের মধ্যে ১৬ জনই গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন ১৩ বছরের কিশোরও ছিল। তার অবস্থা গুরুতর।

মার্সার কাউন্টি প্রসিকিউটর অ্যাঙ্গেলো অনোফ্রি বলেন, রবিবার সকালের দিকেই এই গোলাগুলির ঘটনা ঘটে। তিনি বলেন, ‘এটা অনেক বড় ঘটনা। সবাই আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। আমি দুজন পুলিশকে দেখলাম পায়ে গুলিবিদ্ধ একজনকে নিয়ে যাচ্ছে।’

স্থানীয় টিভি স্টেশনের ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে অনেক পুলিশের গাড়ি অবস্থান করছে। ট্রেন্টন মেয়রে এরিক জ্যাকসন এক বিবৃতিতে বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা।

কর্মকর্তারা জানান, তারা অন্তত ২ জনকে সন্দেহ করছেন। তাদের মধ্যে একজন ৩৩ বছর বয়সী যুবক পুলিশের গুলিতে মারা গেছেন। আরেকজনকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। 

আর্ট অল নাইট অনুষ্ঠানটি বিভিন্ন শিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয়েছিল। আয়োজকরা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।