ইন্দোনেশিয়ায় ফেরিডুবি, নিখোঁজ ১৬৬

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের তোবা লেকে একটি ফেরি ডুবে যাওয়ায় অন্তত ১৬৬ জন নিখোঁজ রয়েছেন। সোমবার বিকালে বৈরী আবহাওয়ার সময় ফেরিটি ডুবে যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

d88b3341e2a7462ca9e18594d5311bb7_18

প্রতিবেদনে বলা হয়, বৈরী আবহাওয়ায় প্রায় ২ মিটার উঁচু ঢেউ তৈরি হয়েছিল। কিন্তু কাঠের ওই ফেরির তা সামলানোর সক্ষমতা ছিল না।

দেশটির কর্মকর্তারা আত্মীয়দের সঙ্গে কথা বলে নিখোঁজদের সঠিক সংখ্যা বের করার চেষ্টা করছেন। কারণ, নৌকাটি অবৈধভাবে সেখানে ছিল।

স্থানীয় দুর্যোগ সংস্থার প্রধান মাহলার তামবা বলেন, উদ্ধার অভিযান চলছে। বুধবার সকালে একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।

এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর নিশ্চিত করতে পেরেছেন তিনি। জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ১৮ জনকে।