প্রথম সন্তানের মা হলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো সন্তানের মা হলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। বৃহস্পতিবার (২১ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে একটি মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন জাসিন্ডা নিজেই। তিনি হলেন বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতায় থাকাকালে সন্তানের জন্ম দিয়েছেন। এর আগে ১৯৯০ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালেই সন্তানের জন্ম দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।

জাসিন্ডা আরডার্ন

৩৭ বছর বয়সী জাসিন্ডা আরডার্ন নিউ জিল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গত বছরের অক্টোবরে। তার দল লেবার পার্টি নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জন করলেও কোনও দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ছোট দল ফার্স্ট পার্টির নেতা উইনস্টন পিটার্সের সমর্থন নিয়ে সরকার গঠন করে তিনি। এ বছরের জানুয়ারিতে জাসিন্ডা জানান, অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তিনি প্রথম বুঝতে পারেন প্রধানমন্ত্রী হওয়ার ডাক পাওয়ার মাত্র ছয় দিন আগে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সন্তান প্রসবে চিকিৎসকদের বেঁধে দেওয়া সময়ের চারদিন পর বৃহস্পতিবার সকালে জাসিন্ডাকে অকল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তান জন্মদানের খবর জানিয়ে জাসিন্ডা বলেন, তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। হাসপাতালের কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

টুইটারে পোস্ট করা বিবৃতিতে জাসিন্ডা লিখেছেন, ’আমি নিশ্চিত নতুন বাবা-মা যে আবেগে উদ্বেলিত হয়,তার পুরোটাই আমাদের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু একই সময়ে অনেকের কাছ থেকে যে আন্তরিকতা ও শুভকামনা পেয়েছি তার জন্য অনেক বেশি কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাদের।’
জাসিন্ডা আরডার্ন ছয় সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি নিয়েছেন। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী উইনস্টন পিটার্স। তবে ছুটিকালীন সময়েও মন্ত্রিসভার নথিপত্র পড়বেন বলে জানিয়েছেন তিনি।