পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের সম্ভাব্য যুক্তরাজ্য সফর এবং ন্যাটো সম্মেলনে যোগদানের প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পএকজন কূটনীতিক সিএনএন’কে জানান, ট্রাম্প প্রশাসন চায় ওয়াশিংটনে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হোক। কিন্তু মস্কো চাইছে, তৃতীয় কোনও নিরপেক্ষ ভেন্যুতে বৈঠক হোক। সেক্ষেত্রে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার নাম আসতে পারে।

কূটনৈতিক সূত্রে বৈঠকের খবর পাওয়া গেলেও এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে চলতি মাসের গোড়ার দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ট্রাম্পের সঙ্গে তার নিয়মিত ফোনে কথা হয়। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা একযোগে কাজ করছেন। অস্ট্রিয়াভিত্তিক ওআরএফ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট। সূত্র: সিএনএন, বিবিসি।