কোরীয় উপদ্বীপে উত্তেজনা হ্রাস, মহড়া বাতিল জাপানের

ট্রাম্প-কিম বৈঠককে কেন্দ্র করে কোরীয় উপদ্বীপে উত্তেজনা হ্রাসের প্রেক্ষিতে পূর্বনির্ধারিত নয়টি বেসামরিক মহড়া বাতিল করেছে জাপান। চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত জাপানের নয়টি এলাকায় এসব মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি মাথায় রেখে এসব ‘ইভাকুয়েশন ড্রিল’ বা লোকজনকে সরিয়ে নেওয়ার মহড়া অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল।

nonameজাপানের মন্ত্রিসভার সদস্যরা জানিয়েছেন, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় সরকার মহড়া বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে বৈঠক করেন। দুই নেতার বৈঠকের পর স্বাক্ষরিত চুক্তিতে উভয় পক্ষ বেশিকিছু প্রতিশ্রুতি দিয়েছে যা বাস্তবায়ন করা হলে কোরীয় উপদ্বীপের উত্তেজনা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে মহড়া বাতিলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিযুক্ত মার্কিন বাহিনীর শীর্ষ কমান্ডার বৃহস্পতিবার বলেছেন, জাপানের প্রতিরক্ষার ব্যাপারে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে ট্রাম্প প্রশাসন জাপানের সঙ্গে একটি সামরিক মহড়া বাতিল করায় দেশটিতে এমন উদ্বেগ তৈরি হয় যে, জাপানের প্রতিরক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্র হয়তো আর আগের মতো প্রতিশ্রুতিবদ্ধ নয়। তবে বেসামরিক ইভাকুয়েশন ড্রিল বাতিলের পর এমন উদ্বেগ নাকচ করে দেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিযুক্ত মার্কিন বাহিনীর শীর্ষ কমান্ডার অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ফিলিপ ডেভিডসন বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার জোট একটি টেকসই শক্তি হিসেবে কাজ করবে। সূত্র: জাপান টাইমস।