কাশ্মিরে বন্দুকযুদ্ধে পুলিশসহ নিহত ৬

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের দক্ষিণাঞ্চলের নওসেরা নামের একটি গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৬ জন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতদের মধ্যে চারজন জঙ্গি ছিলেন। এছাড়া অভিযানে এক পুলিশ সদস্য ও এক বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন।

pulwama-encounter_fc891628-75f4-11e8-bebf-140e718967a9

জম্মু ও কাশ্মিরের পুলিশ প্রধান এসপি ভায়েদ বলেন, নিহতদের মধ্যে দুইজন ইসলামিক স্টেট অব জম্মু ও কাশ্মিরের সদস্য। তাদের মধ্যে একজন এই সংগঠনের প্রধান দাউদ।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানায়, অনন্তনাগ থেকে ১০ কিলোমিটার দূরে নওসেরা গ্রামে শুক্রবার এই গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির সময় গ্রামবাসী পুলিশের দিকে পাথর ছুড়ে মারতে থাকে। এ সময় একজন বেসামরিক ব্যক্তি মারা যান এবং ১২ জন আহত হন। নিহত বেসামরিক ব্যক্তির স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই গোলাগুলির পর শ্রীনগর ও অনন্তনাগে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গভর্নরের শাসন শুরু হওয়ার পর এটাই কাশ্মিরে প্রথম বন্দুকযুদ্ধ।