পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্পের সঙ্গী হচ্ছেন মেলানিয়া

আগামী ১৬ জুলাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।  ফিনল্যান্ডে অনুষ্ঠিতব্য সেই বৈঠকে ট্রাম্পের সফরসঙ্গী হচ্ছেন তার স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস-এপি এই খবর নিশ্চিত করেছে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট দফতরের সঙ্গে সম্পর্কিত ফিনল্যান্ডের রাষ্ট্রীয় রেডিও’র খবরেও মেলানিয়ার সফরের কথা নিশ্চিত করা হয়েছে।
মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প

ট্রাম্প-পুতিন বৈঠক সংক্রান্ত এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ১৬ জুলাইয়ের বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন এ দুই রাষ্ট্রনেতা। বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়। এপি জানিয়েছে, ফিনল্যান্ড সফরের আগে এক ব্যবসায়িক কাজে যুক্তরাজ্য যাবেন ট্রাম্প ও মেলানিয়া। তারপর তারা স্কটল্যান্ডে ব্যক্তিগত ছুটি কাটাবেন। তারা  জানিয়েছে, তারপর এই দম্পতি ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকির উদ্দেশে রওনা হবেন। সেখানেই আগামী ১৬ জুলাই রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে।

এই সপ্তাহের শুরুতে ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্য ডেইলি মেইল জানিয়েছিল, মেলানিয়া ট্রাম্প ফিনল্যান্ড সফরে যেতে পারেন। পত্রিকাটির খবরে দাবি করা হয়েছিল, মার্কিন ফার্স্ট লেডির অফিস থেকে তার এই সফরের পরিকল্পনার কথা নিশ্চিত করা হয়েছে। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র দফতর থেকে শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ জুলাই বৃহস্পতিবার ট্রাম্প ও তার স্ত্রী সেখানে পৌঁছাবেন। ব্রাসেলসে ন্যাটোর এক বৈঠক শেষে তিনি যুক্তরাজ্যে রওনা হবেন। 

যুক্তরাজ্যে ট্রাম্প দম্পতির প্রথম রাতে থেরেসা মে’র পক্ষ থেকে উইনস্টন চার্চিলের জন্মস্থান ব্লেইনহেইম প্যালেসে আনুষ্ঠানিক নৈশভোজের আয়োজন করা হয়েছে। তারপর ট্রাম্প ও তার স্ত্রী যুক্তরাজ্যে মার্কিন রাষ্ট্রদূতের লন্ডনের বাসায় রাত কাটাবেন। পরের দিন থেরেসা মে’র কার্যালয়ে বৈঠকের পর ট্রাম্প রাণী এলিজাবেথের সঙ্গে দেখা করার জন্য উন্ডসোর ক্যাসেলে যাবেন। শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প ও মেলানিয়া স্কটল্যান্ডের উদ্দেশে রওনা হবেন। সেখানে ট্রাম্পের ব্যক্তিগত গলফ মাঠ রয়েছে। সেখানে ছুটি কাটানো শেষে তারা একসাথে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হবেন।