হাওয়াই দ্বীপে ‘লাভার বিস্ফোরণ’

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ব্যাপক আকার ধারণ করেছে। সেখানে ‘লাভা বিস্ফোরণ’র কারণে ২৩ জনেরও বেশি আহত হয়েছেন। মঙ্গলবার একটি পর্যটকবাহী নৌকায় ওই জ্বলন্ত পাথর ছিটকে এসে বিস্ফোরিত হয়। 

180716130919-01-hawaii-new-island-exlarge-169

গত ২ মাস ধরেই সেখানে অগ্নুৎপাতের ঘটনা ঘটছে। দমকলকর্মীরা জানান, আরোহীরা অগ্ন্যুৎপাত দেখতেই কাছাকাছি অবস্থান করছিলেন। নৌকার ক্যাপ্টেন ও মালিক শেন টারপিন বলেন, তিনি এর আগে কখনোই এভাবে উত্তপ্ত পাথরখণ্ড ছুটে আসতে দেখেননি। তারা উপকূল থেকে ৪৫০ মিটার দূরেই অবস্থান করছিলেন। তিনি জানান, নৌকাটি একটু কাছাকাছি চলে গিয়েছিলো। প্রায় ২০০ মিটার। কিন্তু যখনই ফিরে আসতে যাবে তখনই হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান বলে জানান তিনি। তিনি বলেন, ‘চারপাশজুড়ে তখন আগুন।’

180716092324-lava-flow-from-hawaii-volcano-exlarge-169

হাওয়াইয়ের ফায়ার সার্ভিস ব্যাটালিয়নের প্রধান ডারউইন ওকিনাকা বলেন, পানিতেই ও লাভা বিস্ফোরণ হয়। পর্যটকবাহী একটি নৌকার ছাদে এসে পড়ে উত্তপ্ত একটি পাথরখণ্ড। সেসময় হতাহতের ঘটনা ঘটে। ২০ বছর বয়সী এক নারীর পা ভেঙে গেছে। তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। আরও তিনজন হাসপাতালে ভর্তি থাকলেও শঙ্কামুক্ত।  টারপিন বলেন, ভিডিও দেখার আগ মুহূর্ত পর্যন্ত তিনি ধারণা করতে পারেননি যে কতটা বড় ও ভয়াবহ। তিনি অনেকদিন ধরেই আগ্নেয়গিরি পর্যবেক্ষণ ও ভিডিওধারণ করছেন। কিন্তু এমনটা কখনও দেখেননি।   

180716092254-lava-island-super-169