লস এঞ্জেলসের সুপারশপ থেকে সন্দেহভাজন জিম্মিকারী আটক, নিহত ১

যুক্তরাষ্ট্রের একটি সুপারশপে অন্যদের সঙ্গে নিজেকে অবরুদ্ধ করে রাখা এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে লস এঞ্জেলস পুলিশ। এক টুইট বার্তায় লস এঞ্জেলস পুলিশ বিভাগ বলেছে, কোনও অঘটন ছাড়াই আমরা সফলভাবে সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নিতে সক্ষম হয়েছি। তবে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন তাদের ওয়েবসাইটে লস এঞ্জেলসের মেয়র এরিক গারসেত্তির বরাত দিয়ে জানিয়েছে, লেক সিলভার এলাকার ওই সুপারশপের অভ্যন্তরে এক নারী নিহত হয়েছেন। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন।অভিযানের সময়ে ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ
মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি নিজের দাদী ও মেয়ে বন্ধুকে গুলি করার পর তার গাড়ি অনুসরণ করা শুরু করে পুলিশ। ওই গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার পর পরে গাড়িটি ধাক্কা লেগে থেমে যায়। আর দ্রুত ওই সুপারশপে ঢুকে পড়ে ওই ব্যক্তি। খবরে বলা হয়েছে ট্রেডার জোয়ে’স শপ নামের ওই সুপারশপ থেকে মানুষদের দৌড়ে বেরিয়ে যেতে দেখা যায়।

সন্দেহভাজন জিম্মিকারীর বিধ্বস্ত গাড়ি থেকে এক নারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি।