জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৩

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন বিদ্রোহী নিহত হয়েছে। রবিবার দক্ষিণ কাশ্মিরের খুদওয়ানি এলাকার ওয়ানি মহল্লাতে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জম্মু-কাশ্মির পুলিশের ডিজি এস পি বৈদ বলেন, ‘ঘটনাস্থল থেকে তিন সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা যায়নি।’

nonameএস পি বৈদ বলেন, নিহত ‘সন্ত্রাসী’রা কুলগামে পুলিশ কনস্টেবল মুহাম্মদ সেলিমের হত্যার জন্য দায়ী।

কুলগাম থেকে শনিবার ওই পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার হয়। ছুটিতে গ্রামের বাড়িতে গেলে গত শুক্রবার রাতে কুলগাম জেলার মুতালহামা এলাকার বাড়ি থেকে তাকে অপহরণ করে গেরিলারা।

নিরাপত্তা বাহিনীর দাবি, মুহাম্মদ সেলিম শাহকে অপহরণের পরে তাকে উদ্ধারের জন্য বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অবশেষে শনিবার গভীর রাতে অপহরণকারীদের অবস্থান জানতে পেরে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। রবিবার ভোর ৫টা নাগাদ জম্মু-কাশ্মির পুলিশের বিশেষ দল ও রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা যৌথভাবে সেখানে অভিযান চালায়। গেরিলারা নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে গুলিবর্ষণ করলে যৌথবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে।

উল্লেখ্য, দুনিয়ার সবচেয়ে সামরিকায়িত অঞ্চলগুলোর একটি কাশ্মির। জননিরাপত্তা আইনের নামে সেখানে ভারতীয় সেনাবাহিনী ধারাবাহিক আটক-গ্রেফতার অভিযান পরিচালনা করে।  ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০১৫ সালের এক পরিসংখ্যান থেকে জানা যায়, ১৯৯১ সাল থেকে তখন পর্যন্ত এই আইনের আওতায় ৮ হাজার থেকে ২০ হাজারের মতো মানুষকে আটক করা হয়েছে। বিভিন্ন অভিযানে প্রাণহানির শিকার হয়েছেন আরও অনেকে। সূত্র: পার্স টুডে।